এবার বাড়ি লিফ্টিংয়ে তিন শর্ত, পুনর্বাসন দেবে পুরসভা

বাঘাযতীনে প্রোমোটারের পাকামির ফলেই ভেঙে পড়েছে বহুতল। ক্ষতিগ্রস্ত আবাসিকদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা।

Must read

প্রতিবেদন : বাঘাযতীনে প্রোমোটারের পাকামির ফলেই ভেঙে পড়েছে বহুতল। ক্ষতিগ্রস্ত আবাসিকদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। বিপর্যস্ত বাড়ি পুরোপুরি ভেঙে ফেলার পর ওই জমিতেই অস্থায়ীভাবে তাঁদের থাকার ব্যবস্থা করে দেবে কেএমসি। শুধু তাই নয়, পরবর্তীতে বিষয়টিকে বাংলার বাড়ির আওতায় আনা যায় কিনা, তা নিয়েও চিন্তাভাবনা করা হবে। শনিবার বাঘাযতীনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন প্রসঙ্গে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, ভবিষ্যতে এইভাবে বাড়ি লিফ্টিংয়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোন কোন বিধিনিষেধ মানতে হবে, তাও বলেন মেয়র। আগামী সোমবারই এই মর্মে নির্দেশিকা জারি করা হবে।

আরও পড়ুন-ত্রিস্তরীয় কমিটিতে নজরদারি

বহুতল বিপর্যয়ে অভিযুক্ত প্রোমোটারের সঙ্গে আবাসিকদের বিরুদ্ধেও মামলা হয়েছিল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, আইন আমরা পাল্টাতে পারি না। ওঁরা অজান্তেই ফ্ল্যাট কিনেছিলেন বলেই ওঁদের বিরুদ্ধেও মামলা হয়েছে। কিন্তু প্রোমোটার জেনেশুনে অন্যায় করেছে, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত প্রোমোটারের থেকে আবাসিকদের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করবে পুরসভা। আবাসিকরা সবাই রাজি থাকলে বাংলার বাড়িও করে দেওয়া যেতে পারে। একইসঙ্গে, ভবিষ্যতে কোনও বহুতল লিফ্টিংয়ের ক্ষেত্রে তিনটি নিয়ম মানতে হবে বলে জানান মহানাগরিক। প্রথমত, সয়েল টেস্টের রিপোর্ট থাকতেই হবে। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে কাজ করতে হবে। এবং তৃতীয়ত, যে সংস্থাকে দিয়ে কাজ করানো হবে, সেই কোম্পানির বিশ্বাসযোগ্যতা ও আগের কাজকর্ম দেখে পুরসভা পারমিশন দেবে। সোমবার এই নিয়ে নির্দেশিকা দেবে পুর ও নগরোন্নয়ন দফতর।

Latest article