আরজি কর-কাণ্ডে রায় আজ শিয়ালদহ কোর্টে

আরজি কর-কাণ্ডে পাঁচমাসের দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে নিম্ন আদালত কী রায় দেয়, সেই দিকে তাকিয়ে গোটা দেশ।

Must read

প্রতিবেদন : গত অগাস্টে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের নৃশংসতা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই পাশবিক অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছিল সর্বস্তরের মানুষ। ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে হেডফোনের ছেঁড়া তারের সূত্র ধরে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ, শনিবার ঘটনার ৫ মাস পর সেই ধর্ষণ-খুনের মামলায় রায় দেবে শিয়ালদহ আদালত (Sealdah Court)। আরজি কর-কাণ্ডে পাঁচমাসের দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে নিম্ন আদালত কী রায় দেয়, সেই দিকে তাকিয়ে গোটা দেশ।

আরও পড়ুন-এবার বাড়ি লিফ্টিংয়ে তিন শর্ত, পুনর্বাসন দেবে পুরসভা

কলকাতা পুলিশের দেখানো পথে হেঁটে ধৃত সঞ্জয় রাইকেই ধর্ষণ-খুনের ঘটনার একমাত্র কালপ্রিট হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও। কেন্দ্রের এজেন্সির তরফে আদালতে স্পষ্ট জানানো হয়েছে, ধর্ষণ-খুনে যে সমস্ত তথ্যপ্রমাণ মিলেছে, তা সবই সঞ্জয়ের বিরুদ্ধে। কলকাতা পুলিশ যে সঠিক পথেই তদন্ত এগিয়েছিল, তা মান্যতা পেয়েছে সিবিআইয়ের চার্জিশিটেও। ইতিমধ্যেই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। নিম্ন আদালতের রুদ্ধদ্বার কক্ষে ধাপে ধাপে ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সঞ্জয়ের উপস্থিতিতেই নির্যাতিতার বাবা, সহকর্মী জুনিয়র চিকিৎসক, তদন্তকারী পুলিশ আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের বয়ান রেকর্ড করা হয়েছে। ক্লোজিং সাবমিশনে মূল কালপ্রিট হিসেবে সঞ্জয়ের নাম উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা— ফাঁসি চেয়েছে সিবিআইও। শনিবার এই মামলাতেই চূড়ান্ত রায় শোনাবেন শিয়ালদহ আদালতের বিচারক।

Latest article