প্রতিবেদন : আট বছরের খরা কাটিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর সংবর্ধনার জোয়ারে ভাসছেন বাংলার ফুটবলাররা। শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে জমকালো সংবর্ধনা দেওয়া হল রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠাদের। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুটবলারদের উদ্বুদ্ধ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফুটবলারদের উদ্দেশে তাঁর বার্তা, পাখির চোখ করো জাতীয় দল।
আরও পড়ুন-গওহর জান, এক নক্ষত্রের নাম
সংবর্ধিত করা হয় বাংলার সফল কোচ সঞ্জয় সেন ও সাপোর্ট স্টাফেদেরও। সন্তোষের কোচ নির্বাচন কমিটির সকল সদস্যকেও সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত-সহ আরও অনেকে। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘সেরা কোচ সঞ্জয় সেন। পরের বার এক বা দু’মাসের শিবির করার কথা কোচকে বলতে হবে। সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।’’ ফুটবলারদের উদ্দেশে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘প্রথম হওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। যদি মনে করো, আইএসএল খেলবে তাহলে পরিশ্রম করে যাও। ভারতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। সেটাই হোক অর্জুনের পাখির চোখ। আর আইএফএ-কে বলতে চাই, কলকাতা লিগে টিমগুলো যাতে বাংলার ছেলে বেশি খেলাতে পারে সেটা দেখতে হবে।’’
আপ্লুত কোচ সঞ্জয় সেন বলেন, ‘‘আমার কৃতিত্ব নয়, গোটা দলের সাফল্য। কিছু অখ্যাত ছেলেরা বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার করেছে। এই ধারা বজায় রাখতে হবে।’’ এদিকে, মঙ্গলবার বিকেলে বাংলা দলকে সংবর্ধনা দেবে মোহনবাগান।