মনু, গুকেশের হাতে খেলরত্ন, বিশেষ সম্মান বাংলার সাঁতারু সায়নীকে

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মনু ও দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের হাতে খেলরত্ন পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Must read

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : খেলরত্ন পুরস্কার পেলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের। শুটিংয়ে ব্যাক্তিগত ও সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে জুটিতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মনু ও দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের হাতে খেলরত্ন পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগে দাবা অলিম্পিয়াডে ভারতের পুরুষ দলের সঙ্গে সোনা জিতেছিলেন। একইসঙ্গে এদিন খেলরত্ন পুরস্কার পেয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। দেশের হয়ে তিনি ২০০টিরও বেশি গোল করেছেন। এছাড়া প্যারা অ্যাথলিট প্রভিন কুমারকেও এদিন খেলরত্ন সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন-টোটার জোড়া সাফল্য

১০ মিটার এয়ার পিস্তলে মনুর সঙ্গে ব্রোঞ্জ জেতা সরবজ্যোত অর্জুন পুরস্কার পেয়েছেন। তাঁর মতোই অর্জুন হলেন অলিম্পিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জেতা আমনও। একই সম্মান পেয়েছেন শুটার স্বপ্নিল কুশালে। এছাড়া প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিনে রুপোজয়ী নবদীপ সিংও অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। প্যারা অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জজয়ী সিমরান শর্মাও এদিন অর্জুন পুরস্কার পেয়েছেন। তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলার সাঁতারু সায়নী দাস। তিনি ইংলিশ চ্যানেল-সহ একাধিক চ্যানেল জয় করেছেন। এদিন রাষ্ট্রপতির হাত থেকে দ্রোণাচার্য সম্মান পেলেন ভারতের প্রাক্তন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো। তিনি ডেম্পো, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল-সহ অনেক ক্লাবে কোচিং করিয়েছেন।

Latest article