প্রতিবেদন: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছিল বোর্ড। এবার বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রেশনের (Joint registration) দিনক্ষণ জানানো হল। আগামী ২২ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা, www.wbjeeb.in -এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যদি কোনও ভুল নজরে আসে তাহলে তা সংশোধন করা যাবে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা। ২০০, ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন (Joint registration) করতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত পরীক্ষার্থী ও লিঙ্গ হিসেবে টাকার তারতম্য হবে। এই বছর ২৭ এপ্রিল রবিবার পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হবে। দুইটি ভাগে পরীক্ষা হবে। প্রথম পত্রে থাকবে অংক এই পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুরে ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্র পরীক্ষা হবে ১০০ নম্বরের। দ্বিতীয় পত্রের দুটি বিষয় ৫০- ৫০ করে পরীক্ষা হবে। উত্তর ভুল হলে সে ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে।
আরও পড়ুন- যে তিন ধারায় দোষ প্রমাণিত