প্রতিবেদন : আট বছর পর সন্তোষ ট্রফি পুনরুদ্ধার করার পর সংবর্ধনার জোয়ারে ভাসছেন বাংলার কোচ, ফুটবলাররা। শনিবার ছিল মোহনবাগান ক্লাবে সন্তোষজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ক্লাবের পক্ষ থেকে গোটা দলকে সাড়ে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কিন্তু সংবর্ধনা, আর্থিক পুরস্কার থাকলেও তিন প্রধানের সিনিয়র দলে কেন বাঙালি ফুটবলারদের ভিড় নেই? এই প্রশ্ন মোহনবাগানের মঞ্চেও তুললেন ক্রীড়ামন্ত্রী। আরও এক ধাপ এগিয়ে তিন প্রধানকে কোচ সঞ্জয়ের বার্তা, বুকের পাটা থাকলে এই বাঙালি ছেলেদের আইএসএলে খেলিয়ে দেখাক তিন বড় ক্লাব।
আরও পড়ুন-সময়ে নির্বাচনের দাবি, উত্তেজনা মোহনবাগানে
মোহনবাগান এদিন অভিনব উদ্যোগে সন্তোষজয়ী কোচকে সম্মান জানায়। আগের দুই সন্তোষজয়ী বাংলার কোচ সাব্বির আলি ও মৃদুল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সঞ্জয়কে সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন মোহনবাগান রত্ন সৈয়দ নইমউদ্দিন, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ চৌধুরি। ছিলেন কুণাল ঘোষ, মানস ভট্টাচার্য-সহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। সংবর্ধিত হন আইএফএ কর্তারাও।
আরও পড়ুন-কেন্দ্রীয় প্রকল্পের অংশীদারি নিয়ে জটিলতা মেটাতে নয়া ব্যবস্থাপনা
সঞ্জয় সেন বলেন, ‘‘জামশেদপুর এফসি-তে সৌরভ দাস খেলছে। চেন্নাই, কেরলে বাঙালি ফুটবলার খেলছে। তাহলে আমাদের তিন প্রধানে কেন থাকবে না। কবে সাহস দেখাবেন আমাদের তিন বড় ক্লাবের কর্তারা?’’ ক্রীড়ামন্ত্রী ও মোহনবাগান সচিব একযোগে আবেদন করলেন আইএফএ-র কাছে, কলকাতা লিগ যেন বাংলার ভূমিপুত্রদের নিয়েই হয়। ক্রীড়ামন্ত্রী ফের মোহনবাগান সচিবকে অনুরোধ করলেন, কলকাতা লিগকে গুরুত্ব দিয়ে বাঙালি ছেলেদের তুলে আনার জন্য।