হিমাচল প্রদেশের (Himachal Pradesh) দুটি জেলা কাংড়া এবং কুলুতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্যারাগ্লিইডিং দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। শুধু তাই নয় এই ঘটনায় আহত হয়েছে আরও দুই পর্যটক। সূত্রের খবর, মৃত দুই পর্যটকের এক জন গুজরাতের বাসিন্দা। আরেকজন তামিলনাড়ুতে থাকেন। আহমেদাবাদ থেকে হিমাচলে বেড়াতে যান এক পর্যটক। ধর্মশালার কাছে ইন্দ্রুনাগে তিনি প্যারাগ্লাইডিং করছিলেন। ওড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই বেসামাল হয়ে যায় তাঁর প্যারাশুট। যদিও পাইলট সামলানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। প্যারাশুট ঘুরপাক খেয়ে নীচে নেমে আসে। স্পিড ভালোই থাকায় দু’জনেই আছড়ে পড়েন ও ঘটনাস্থলেই মৃত্যু হয় পর্যটকের। সঙ্কটজনক অবস্থায় আপাতত তান্ডা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন পাইলট।
আরও পড়ুন-তিন কবি তিন বই
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কুলুতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু হয় তামিলনাড়ুর বাসিন্দার। এই ক্ষেত্রেও পাইলট আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কুলুর গার্সা পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করছিলেন তারা। অন্য এক প্যারাগ্লাইডারের সঙ্গে আকাশেই তাদের সংঘর্ষ হয়। পাইলট প্যারাশুটটিকে সামলানোর চেষ্টা করলেও হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে সামাল দিতে পারেননি। ১০০ ফুট উঁচু থেকে নীচে আছড়ে পড়েন তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় জয়েশ নামের সেই পর্যটকের।
আরও পড়ুন-গঙ্গাসাগরে রাজ্য সরকারের ড্রোনই ফিরিয়ে দিল ২ কন্যাকে
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে মানালিতে প্যারাগ্লাইডিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু এক পর্যটকের। প্যারাগ্লাইডিং এর ফলে দুর্ঘটনা বার বার অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই সঠিক প্রশিক্ষণ ছাড়া এই ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ চালাচ্ছেন সেই দিকেও নজর দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ পর্যটকদের তরফে।