থানে (Thane) থেকে অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের (Saif Ali Khan) হামলাকারী। তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত এই যুবক একাধিকবার নিজের নাম পরিবর্তন করেছে। একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। তার আগে মুম্বইয়ের একটি পাবে কাজ করত সে। রবিবার তাকে আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। থানের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের বাসস্থানে লুকিয়ে ছিল সে। পুলিশের বেশ কয়েকটি টিমের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে বিজে। তবে পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয় সে। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবে কাজ করত সে। জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে মহম্মদ।
আরও পড়ুন-মোদীরাজ্যে গর্ভপাতের পর ভ্রূণ নর্দমায় ফেলল নাবালিকা
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতে আক্রান্ত হন সইফ আলি খান। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর উপর আক্রমণ করেন। ছুরি দিয়ে তাঁর উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করে ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে তারকার। দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তবে ক্ষতস্থান শুকোতে সময় লাগবে। শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় করিনা কাপুর খান জানান আক্রমণকারী হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল। এদিন পুলিশের জেরার মুখে আরও জানা গিয়েছে, বলিউড তারকা সইফ আলি খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। সে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। রবিবার হামলাকারীকে গ্রেফতার করার পর সাংবাদিক বৈঠকে এমনটাই জানায় মুম্বই পুলিশ। মাস পাঁচেক আগেই সে ভারতে ঢোকে বলে মনে করছে পুলিশ। তার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র নেই। ইতিমধ্যেই পুলিশের তরফে তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে। এছাড়া ধৃত যুবকের থেকে কিছু সামগ্রী পাওয়া গিয়েছে যেগুলি বাংলাদেশি সামগ্রী বলেই পুলিশের সন্দেহ।