কুম্ভমেলায় ভয়াবহ আগুন, গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়ছে বিপদ

কুম্ভমেলা (MahaKumbha) হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। প্রতি ৩, ৬, ১২ এবং ১৪৪ বছরে একবার এটি পালিত হয়।

Must read

কুম্ভমেলা (MahaKumbha) হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা। প্রতি ৩, ৬, ১২ এবং ১৪৪ বছরে একবার এটি পালিত হয়। তবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আজ, রবিবার দুপুরে হঠাৎ করেই আগুন ধরে যায়। নিমেষের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে। আশেপাশের বেশ কিছু তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কী থেকে আগুন লাগল, সেটা যদিও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-বাংলাদেশী যোগ, অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের হামলাকারী

তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের ফলে আনুমানিক পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায় নি।কুম্ভমেলার সৌজন্যে প্রয়াগরাজে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষের ভিড় হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুষ্ঠিত এই মেলা প্রাঙ্গণকে ঘিরে নজরদারি চালাচ্ছে প্রশাসন। জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। মোতায়েন রয়েছেন দমকলকর্মীরাও। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি দলও আছে।

আরও পড়ুন-মোদীরাজ্যে গর্ভপাতের পর ভ্রূণ নর্দমায় ফেলল নাবালিকা

পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আখড়া থানার ইনচার্জ এই মর্মে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দু’টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার ফলে তাঁবুগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিশদে খতিয়ে দেখা হবে।

 

 

Latest article