উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের (Ghaziabad) একটি বহুতলে অগ্নিকাণ্ডের ফলে একই পরিবারের চার জনের মৃত্যু হল। আজ, রবিবার সকালে কাঞ্চন পার্ক এলাকায় একটি চার তলা বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। জানা গিয়েছে, বাড়িটির তিন তলায় আগুন লেগে যায় তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য তলে। সকাল ৭.১৫টা নাগাদ লোনি এলাকার কাঞ্চন পার্কের কাছে একটি বহুতলে আগুন লাগার খবর আসে । পুলিশের একটি দল এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু এর মধ্যেই বাড়ির অনেকটা অংশ আগুনে পুড়ে যায়।
আরও পড়ুন-বাবলা খুনে বিহার থেকে গ্রেফতার ১ ভাড়াটে খুনি
সূত্রের খবর, বাড়ির তৃতীয় তলায় তিন সন্তানকে নিয়ে এক মহিলা থাকতেন। বাড়ির দোতলায় একটি পোশাকের কারখানা ছিল। পুলিশ এবং দমকলের অনুমান ওই কারখানাতেই আগুন লাগে। তার পর সেই আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ে। তিন তলায় ঘুমোচ্ছিলেন ওই মহিলা। আগুন ছ়়ড়িয়ে পড়তে মহিলা এবং তাঁর তিন সন্তান সেখানে আটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও আগুনের মাত্রা অনেকটাই বেশি থাকায় তাদের উদ্ধার করতে পারেননি তাঁরা।
আরও পড়ুন-কাল জেলায় মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা
উল্লেখ্য, বাড়ির এক তলায় যাঁরা ছিলেন তাঁদের উদ্ধার করা হয়েছে। কয়েক জন আগুনে ঝলসে আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। তবে ঠিক কী থেকে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট হয়নি।