সংবাদদাতা, বারাসত : ফের প্রকাশ্যে বিজেপির (BJP) জালিয়াতি। বাংলাদেশ (Bangladesh) থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়ে পুলিশের জালে বিজেপি (BJP) নেতা। বারাসতের নবপল্লি এলাকার ঘটনা। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। গত পুরসভা নির্বাচনে (Municipality election) ইন্দ্রজিৎ দে বিজেপি প্রার্থী হিসেবে বারাসত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন-ভাঙড়ে উৎসবের মেজাজে তৃণমূলের কর্মী সম্মেলন
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বারাসত নবপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় দে নামক এক অনুপ্রবেশকারীকে। ওই ধৃতকে জেরায় উঠে আসে ইন্দ্রজিতের নাম। যিনি জ্যোতির্ময়কে এদেশে আসার পর পরিচয়পত্র-সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। সেই তথ্য পেয়ে বারাসত থানার পুলিশ গ্রেফতার করে ইন্দ্রজিৎকে।