প্রতিবেদন: রাজধানীতে এখন পুরোদস্তুর ভোটের উত্তাপ। দিল্লি বিধানসভা ভোটের আগে কোমর বেঁধে লড়াইয়ের জন্য তৈরি কংগ্রেস, বিজেপি এবং আম আদমি পার্টি৷ তিনটি দলের তরফেই প্রকাশ করা হয়েছে তারকা প্রচারকদের তালিকা৷ বিজেপির প্রকাশিত তারকা প্রচারকদের তালিকার প্রথমেই নাম আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
আরও পড়ুন-অবিলম্বে প্রকাশ হোক সংসদীয় ক্যালেন্ডার, দাবি জানাল তৃণমূল
অন্যদিকে, প্রত্যাশামতোই কংগ্রেসের তারকা প্রচারকদের নামের তালিকায় উল্লেখযোগ্য নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী-সহ দুই সাংসদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী৷ দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টির তরফে প্রধান তারকা প্রচারক হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ একইসঙ্গে দিল্লিতে দলের তরফে প্রচারে নামবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং আপ সাংসদ হরভজন সিং৷ আম আদমি পার্টির হয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের তারকা প্রচারকদের তালিকায় নাম আছে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালেরও৷ অন্যদিকে, জনতা দল ইউনাইটেডের তরফে দিল্লিতে প্রচারে নামবেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোটগ্রহণ হবে৷ ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশ৷