নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার উল্টে মৃত ৭৫

শনিবার দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এই ঘটনা ঘটে।

Must read

প্রতিবেদন: নাইজেরিয়ার (Nigeria) উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এই ঘটনা ঘটে। এফআরএসসি প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার ডিক্কো এলাকায় ওই ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রোল ছিল।

আরও পড়ুন-জোর লড়াই সব দলের তারকা প্রচারকদের ছড়াছড়ি

দুর্ঘটনার পর ট্যাঙ্কারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, নিহত অধিকাংশ মানুষের শরীর এমনভাবে পুড়ে গিয়েছে যে চেনার উপায় নেই। বর্তমানে ঘটনাস্থল পরিষ্কারের কাজ করছেন তাঁরা। বর্তমানে নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচগুণ বেড়েছে। এই মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর এক বিবৃতি দিয়ে নাইজারিয়ার গভর্নর উমারু বাগো বলেছেন, ওই বিস্ফোরণ ছিল উদ্বেগজনক ও হৃদয়বিদারক। তিনি আরও বলেন, নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গিয়েছে।

Latest article