প্রতিবেদন: আজ, সোমবার দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে মার্কিন বিদেশমন্ত্রক থেকে সরে যেতে বলা হয়েছে তিন সিনিয়র কূটনীতিককে। তাৎপর্যপূর্ণভাবে তাঁদের মধ্যে আছেন বিদায়ী ডেমোক্র্যাট সরকারের অত্যন্ত পছন্দের কূটনীতিক মার্শা বার্নিকাট। যিনি বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয়ভাবে কলকাঠি নেড়েছিলেন। পাশাপাশি পুরোদস্তুর মদত করছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। দায়িত্ব নেওয়ার আগে মার্শের অপসারণ চাঞ্চল্য তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে। এই পদক্ষেপে খুশি হাসিনার দল আওয়ামি লিগ। অন্যদিকে চাপে পড়েছেন ইউনুস ও তাঁর শাগরেদরা।
প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী মার্কিন তৎপরতার পিছনে কূটনীতিক মার্শা বার্নিকাটের বিশেষ ভূমিকা ছিল বলে কূটনৈতিক মহলের খবর। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত তিনি বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। সেই সময় মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরোধের শুরু হয়। অনেকে মনে করেন, মার্শাকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপ করতে চাইতেন হিলারি। যা নিয়ে ক্ষুব্ধ হন হাসিনা।
আরও পড়ুন-জিতে শুরু ভারতের
ঘটনাচক্রে প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী হিলারির সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ব্যক্তিগত স্তরে দীর্ঘদিনের বন্ধুত্ব। এর আগেও আওয়ামি লিগ অভিযোগ করেছিল যে, ইউনুসের মদতে মার্কিন প্রশাসন, বিশেষ করে হিলারি ক্লিনটন হাসিনা সরকারের সঙ্গে দ্বন্দ্ব চান। সেইসঙ্গে কিছু কূটনীতিক হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। ২০১৭-তে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর মার্শাকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। তাঁকে ঢাকা থেকে বদলি করার পিছনে হাসিনা সরকারের অসন্তোষ অন্যতম কারণ ছিল বলে মনে করা হয়। জো বাইডেনের নেতৃত্বে ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরলে বাংলাদেশ নিয়ে ফের সক্রিয় হন মার্শা। হাসিনা সরকারের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পদক্ষেপের পিছনে এই কূটনীতিকের সক্রিয়তা ছিল বলে মনে করা হয়। সোমবার ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার তিনদিন আগে মার্শা-সহ তিন কূটনীতিককে সরে যেতে বলা হল।