রাতে মদ্যপ যুবকদের তাণ্ডব! কুলতলিতে আক্রান্ত পুলিশ কর্মীরা

Must read

একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। ডোমকল, গোয়ালপোখরের পর এবার কুলতলি (Kultali)। রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে বচসা থেকে হাতাহাতিতে জখম হন পুলিশ কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে।

রবিবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত সুখেন দাস এবং কেষ্ট দাস নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনই বারুইপুরের বাসিন্দা। আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী।

আরও পড়ুন-আরজিকর মামলা: দোষীর সর্বোচ্চ বিচারের দাবি মুখ্যমন্ত্রীর

কুলতলির (Kultali) জামতলা বাসস্ট্যান্ডে একটি চারচাকা গাড়ি রাস্তার মাঝে রাখে ওই ৪ যুবক। প্রত্যেকেই মদ্যপ ছিল বলে জানা গিয়েছে। তখন কর্তব্যরত পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা তাদের ওই গাড়ি সরিয়ে নেওয়ার কথা বললে তারা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ান। বচসা-হাতাহাতির পর পুলিশকর্মীদের বেধড়ক মারধর করে যবকরা।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে সুখেন নিজেকে একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার বলে দাবি করেছেন। তবে ঘটনাটির তদন্ত চলছে। এখনও দু’জন অধরা।

Latest article