আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। ২৪ জানুয়ারি থেকে ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে রাজ্যের ব্লকে ব্লকে। মানুষের ন্যায্য অধিকার যা থাকবে, তা ২৮ তারিখের মধ্যে দেওয়া হবে। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে সোমবার প্রশাসনিক জনসভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার মানুষের জন্য দিলেন সুখবর।
আরও পড়ুন- আমরা যা আজ করি, তোমরা কাল করো: বিজেপি-সিপিএমকে তুলোধনা মুখ্যমন্ত্রীর
সাধারণ মানুষের পরিষেবা ও ন্যায্য অধিকার দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, দুয়ারে সরকারে ৩৭টি প্রকল্পের সুবিধা মিলবে। যারা এখনো সুযোগ পাননি তাদের অনুরোধ করব, আপনারা ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, তা তাদের দিয়ে দেওয়া হবে। ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হবে না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী সাবধান করে দেন সাধারণ মানুষকে। বলেন, দুয়ারে সরকার পরিষেবার জন্য কাউকে এক পয়সাও দেবেন না। কেউ যদি টাকা চায়, থানায় গিয়ে অভিযোগ জানাবেন। থানা অভিযোগ নিতে না চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে অভিযোগ করবেন।