নরপিশাচদের চরমতম সাজা চেয়েছিলাম: সঞ্জয়ের আমৃত্যু কারাবাসে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

Must read

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার, সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ স্পষ্ট ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা সফরে এখন মালদহে রয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি না কীভাবে লড়াই করেছে, কী যুক্তি- সবিস্তারের জানি না“

আরও পড়ুন- দুয়ারে সরকারে আবেদন করলেই মানুষকে ন্যায্য অধিকার ২৮ ফেব্রুয়ারির মধ্যে: মু্‌খ্যমন্ত্রী

তদন্ত সিবিআই-এর হাতে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নিয়ে গেল। চেয়েছিলাম এই নরপিশাচদের চরমতম সাজা হোক।“

তাহলে কী তিনি মনে করছেন সিবিআই ঠিক মতো তদন্ত করেনি? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে, ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “I am Not Satisfied“

Latest article