প্রতিবেদন : যে যত বড়ই হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক কথা আমার কানে এসেছে, সব তদন্ত করা হবে। ডিজি এবং এসপি-র সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। সোমবার মালদহে নিহত নেতা দুলাল সরকারের বাড়িতে গিয়ে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি তিনি বলেন, বাবলার অসম্পূর্ণ কাজ সামলাবেন স্ত্রী চৈতালী। মুর্শিদাবাদে প্রশাসনিক সভা সেরে এদিন মালদহ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই যান নিহত নেতা বাবলা সরকারের বাড়িতে। চৈতালী সরকারের সঙ্গে বেশ কিছু সময় কথা বললেন। এদিন বিকেল চারটের কিছু আগে মুখ্যমন্ত্রীর কনভয় ওই বাড়ির সামনে এসে থামে। মুখ্যমন্ত্রী নেমে বাড়ির ভিতর ঢুকে যান। বিকেল সাড়ে চারটের পর মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, দুলালের অসম্পূর্ণ কাজ চৈতালী করবেন। দুলাল পরিচিত। নিরলস কর্মী ছিলেন। তিনি জনপ্রিয় প্রথম থেকেই ছিলেন। এরপরই মালদহের রাজনীতি প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন তিনি। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছিলেন এই প্রসঙ্গে চৈতালী বলেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই দিনটির অপেক্ষায় ছিলাম। যা বলার মুখ্যমন্ত্রীকে বলেছি। উনি আমার কথা শুনেছেন।
আরও পড়ুন- আরজি করের ধর্ষণ-খুনের ঘটনা বিরলতম নয়! কেন জানালেন বিচারক