মঙ্গলবার সকালেই কলকাতায় রাস্তায় ফের পথ দুর্ঘটনার বলি। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে স্কুলে যাওয়া এক শিশুর মা। যাদবপুরে (Jadavpur) নিজের চার বছরের মেয়েকে, স্কুটারে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা। হঠাৎ এস ৩১ রুটের বাস স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর মায়ের যদিও গুরুতর আহত বাবা। জানা গিয়েছে, সুস্থ রয়েছে চার বছরের মেয়ে।
আরও পড়ুন-চার ঘটনায় ফাঁসির রায়, আরজি করে কেন নয়?
৮ বি স্ট্যান্ড থেকে বেরিয়েই হঠাৎ গতি বাড়ায় একটি সরকারি এস ৩১ বাস। অন্যদিকে স্কুটারে সন্তোষপুর থেকে ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন বাবা মা এবং ৪ বছরের শিশু কন্যা। পুলিশ সূত্রে খবর, বাবার নাম তাপস মন্ডল ও মায়ের নাম দেবশ্রী নস্কর মন্ডল। শিশুকন্যাটির নাম অঙ্কিতা মন্ডল। ঢাকুরিয়া বিনোদিনী গার্লস এর ছাত্রী অঙ্কিতাকে স্কুটারে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন দুজন। স্ট্যান্ড থেকে বেরিয়ে এস ৩১ সজোরে স্কুটারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পড়ে যান দেবশ্রী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শিশুটির বাবা গুরুতর আহত অবস্থায় অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।