জিনাতের খোঁজেই বান্দোয়ানের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)! টানা ৮ দিন ধরে বাঘটিকে ধাওয়া করা বনকর্মীরাই এই কথা মনে করছেন। ৮ দিন ধরে পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেরাচ্ছিল সে। বাঘকে ধরতে নানা ফাঁদ পেতেছিলেন বনকর্মীরা। তবে সোমবার বনকর্মীরা খবর পান ওই বাঘ ফিরে গিয়েছে ঝাড়খণ্ডে।
ঘাঁটিকুলির জঙ্গলে বাঘের (Royal Bengal Tiger) পায়ের ছাপ দেখে খানিকটা নিশ্চিত হয়েছেন বনকর্মীরা। তবে এখনই নজরদারি সরাতে রাজি নয় বন দফতর। বাঘটি ফের পুরুলিয়ায় ফিরছে কি না, তা দেখার জন্য আগামী ২ দিন পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে মোতায়েন থাকছেন বনকর্মীরা।
আরও পড়ুন- কী করে বললেন আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় : মুখ্যমন্ত্রী
মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন,”বাঘেদের মনস্তত্ব বোঝা কঠিন। সে কাউকে খুঁজে বেড়াচ্ছে কি না, তা বলা সম্ভব নয়। তবে এটা ঠিক যে এই বাঘটি আগের বাঘিনির পথ ধরেই এসেছে। তাই অনেকেই মনে করছেন সে বাঘিনী জিনাতকে খুঁজছে।”