গত ২০১০ সালের ২৫ জানুয়ারি, হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের ডাকে পুরসভার দুর্নীতি, বেহাল পুর পরিষেবা ও পুর কর্মচারীদের করদাতাদের সঙ্গে খারাপ ব্যবহারের প্রতিবাদে ” বালি পুরসভা অভিযানের” ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সিপিআইএম হার্মাদরা সেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিলের নামে নির্মম অত্যাচার চলেছিল। বহু কর্মী গুরুতর আহত হয়েছিলেন!
এই ঘটনার প্রতিবাদে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নির্দেশে ২৫ জানুয়ারি ২০২৫-এ বালি পুরসভার সামনে বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- জিনাতের খোঁজেই বাংলায়! না পেয়ে ফিরে গেল রয়্যাল বেঙ্গল টাইগার
উক্ত সভাকে সামনে রেখে বালি কেন্দ্র এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সভাতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, বালির সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী, তাবজিল আহমেদ, ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়, সুবীর রাউত, জেলা এসসিএসটি সভাপতি মিলি রায় ও জেলার নেতৃত্বরা।