প্রতিবেদন : অবশেষে বিভীষিকাময় বউবাজারের মাটির তলায় গড়াল মেট্রোর চাকা! দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার শেষপর্যন্ত শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হল। এদিনের এই ঐতিহাসিক ট্রায়াল রানে ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি-সহ মেট্রোর বিভিন্ন আধিকারিক ও ভূগর্ভে যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থা আইটিডির কর্তারাও।
আরও পড়ুন-বারাকপুরে শপিংমল ও রেস্তোরাঁয় আগুন
শিয়ালদহ থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোটি এসপ্ল্যানেড পর্যন্ত যায় এবং ফিরেও আসে। ২০১৯ সাল থেকে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বউবাজারের ভূগর্ভস্থ মেট্রো টানেল তৈরির কাজ। বারবার পরিকল্পনা বদলে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারে অবশেষে সেই কাজ শেষ হয়েছে। সিগন্যালিংয়ের শেষ পর্যায়ের কাজও প্রায় অন্তিম পর্যায়ে। তবে কবে থেকে এই লাইন চালু হবে, তা এখনও নির্ধারণ হয়নি। অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে কবে সরাসরি শিয়ালদহ হয়ে হাওড়া পৌঁছে যাওয়া যাবে, তা এখনও নিশ্চিত নয়।