পড়তে হবে না হ্যারিকেনে, ছাত্রীর বাড়িতে বিদ্যুৎ সায়ন্তিকার উদ্যোগে

Must read

প্রতিবেদন : এক চিলতে বাড়িতে হ্যারিকেন জ্বালিয়ে লেখাপড়া। মাটির নিচ দিয়ে লাইন করা যাবে না কারণ সামনের বাড়ির সমস্যা। এই কারণে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল বরানগরের বাসিন্দা পূর্ণিমা প্রধান নামে ওই ছাত্রীর পরিবার। অগত্যা হ্যারিকেনের আলোয় কষ্ট করে পড়াশোনা করত পূর্ণিমা। প্রতিবেশীর সমস্যা মিটিয়ে বাড়িটিতে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নিতে এগিয়ে আসেনি কেউ। বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বরানগরের এই পরিবারটির সমস্যার কথা শোনেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কোভিডের দ্বন্দ্ব ফিরে এল, মসনদে বসেই ‘হু’র সঙ্গে সম্পর্ক ছেদ ট্রাম্পের, তোপের মুখে চিনও

সেদিনই কথা দিয়েছিলেন, বিধায়ক হয়ে এলে যেভাবেই হোক, বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ ফেরাবেন। কথা রেখেছেন তিনি। বিধায়ক হওয়ার পরই তিনি এই বিষয়ে কথা বলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে। বিষয়টি জানান সিইএসসি-তে। দীর্ঘ প্রক্রিয়ার পর গত রবিবার বিদ্যুতের মিটার বসে পূর্ণিমার বাড়িতে। শুধু তাই নয়, অভিযোগকারী প্রতিবেশীর সঙ্গে নিজে কথা বলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সমস্যা মিটিয়ে মাটি খুঁড়ে বসানো হয় বিদ্যুতের লাইন। এক চিলতে বাড়িটিতে জ্বলল আলো। হ্যারিকেন জ্বালিয়ে নয়, পাড়ার বাকি পড়ুয়াদের মতোই বিদ্যুতের আলো জ্বালিয়ে পড়তে বসল পূর্ণিমা। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতেই ধন্যবাদ দিল বিধায়ক দিদি-কে। বলল, আমিও বড় হয়ে এভাবেই মানুষের পাশে থাকব।

Latest article