দিঘায় খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘন, ২৪টি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা

২৫টি হোটেলে অভিযান চালিয়ে ২৪টির বিরুদ্ধেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছে দফতর।

Must read

সংবাদদাতা, দিঘা : সৈকত শহর দিঘায় খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ ঘিরে তোলপাড় পর্যটন কেন্দ্র। দিঘায় খাদ্যসুরক্ষা দফতর অভিযান চালিয়ে নামীদামি একাধিক হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিল। গত বেশ কয়েকদিন ধরে এই নিয়ে অভিযোগ আসছিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দফতরে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে বিশেষ অভিযান চলে হোটেলগুলিতে। সেখানেই কার্যত চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের।

আরও পড়ুন-এমএলএ কাপের পর এবার বিধায়কের উদ্যোগে মিনি ম্যারাথন হচ্ছে ডেবরায়

২৫টি হোটেলে অভিযান চালিয়ে ২৪টির বিরুদ্ধেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছে দফতর। জানা যায়, এই হোটেলগুলিতে ফেসাইয়ের কোনও ছাড়পত্র নেই। এমনকি কেমিক্যাল মেশানো খাবার বিক্রি করা হত। রং মিশিয়ে দৃষ্টিনন্দন বানিয়ে পর্যটকদের খাবার বিক্রি করত হোটেলগুলি। বহুদিনের বাসি ও পচা মাছমাংস বিক্রি করারও অভিযোগ উঠেছে। অভিযান চালিয়ে বাসি সমস্ত খাদ্যসামগ্রী নষ্ট করে দেন আধিকারিকরা। এছাড়াও ফেসাইয়ের লাইসেন্স না নেওয়ায় ২৪টি হোটেলকে নোটিশ ধরানো হয়।

Latest article