যোগীরাজ্যে এনকাউন্টারে হত কুখ্যাত কাগা গ্যাংয়ের ৪ দুর্বৃত্ত

১২টিরও বেশি খুন আর ডাকাতির মামলা ঝুলছিল আরশাদের বিরুদ্ধে। হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লক্ষ টাকা।

Must read

প্রতিবেদন: যোগীরাজ্যে অব্যাহত এনকাউন্টার এবং মৃত্যু। এবারে শামলি জেলার ঝিনঝানা এলাকায়। একজন বা ২ জন নয়, ৪ দুষ্কৃতীকে একসঙ্গে গুলি করে মারল ডবল ইঞ্জিন রাজ্যের গেরুয়া পুলিশ। এদের মধ্যে আছে দুর্ধর্ষ খুনি এবং ডাকাত আরশাদ। ১২টিরও বেশি খুন আর ডাকাতির মামলা ঝুলছিল আরশাদের বিরুদ্ধে। হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লক্ষ টাকা। অন্ধকার জগতে দাপিয়ে বেড়ানো কুখ্যাত কাগা গ্যাংয়ের মাথা ছিল সে।

আরও পড়ুন-দিঘায় খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘন, ২৪টি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত আড়াইটে নাগাদ ঝিনঝানা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ৪ দুষ্কৃতী গাড়িতে চেপে পালাতে গিয়ে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। প্রশাসনের দাবি, পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় আরশাদ এবং তার সঙ্গীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। প্রায় ৪০ মিনিট ধরে চলে উভয়পক্ষে গুলির লড়াই। এসটিএফ ইন্সপেক্টর সুশীল কুমারের গায়ে গুলি লাগে। অন্যদিকে পুলিশের গুলিতে খতম হয় আরশাদ-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশের বিশেষ বাহিনী। জখম ইন্সপেক্টরকে করনালের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় গুরগাঁওয়ের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে।

Latest article