পুষ্পা ২-র প্রযোজকদের বাড়িতে আয়কর বিভাগের হানা

নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর অর্থাৎ যাঁরা মাইথেরি মুভি মেকার্স নামক ব্যানারের নামে কাজ করেন তাঁদের অফিস, বাড়িতে তল্লাশি চালানো হয়েছে

Must read

দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় আয়কর বিভাগ। গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজু (Dil Raju), পুষ্পা ২ ছবির প্রযোজকদের বিভিন্ন বাড়ি, অফিসে এদিন আয়কর বিভাগ হানা দেয়। দিল রাজু শুধুমাত্র ছবিতে বিনিয়োগ করেন সেটা নয়, তিনি রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন। তাই সম্পূর্ণ বিষয়টাই খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-গদ্দারকে প্রকাশ্যে কটাক্ষ সুকান্তর পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার

এদিন আয়কর বিভাগের তরফে পুষ্পা ২ ছবির প্রযোজকদের বাড়ি এবং অফিসে হানা দেওয়া হয়েছে। নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর, যাঁরা মাইথেরি মুভি মেকার্স নামক ব্যানারে কাজ করেন তাঁদের অফিস, বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই প্রযোজনা সংস্থার তরফে পুষ্পা ২ ছাড়াও একাধিক বিগ বাজেট ছবিতে বিনিয়োগ করা হয়েছে। তবে হঠাৎ প্রযোজকদের বাড়িতে কেন হানা দিল আয়কর বিভাগ সেটা যদিও এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে আর্থিক তছরুপ বা আর্থিক গন্ডগোল কিছু ঘটেছে।

আরও পড়ুন-অপরাজিতা বিলে ফাঁসির কথা রয়েছে, কেন্দ্র ইচ্ছে করে ফেলে রেখেছে

জানা গিয়েছে, ২১ জানুয়ারি এই রেইড শুরু হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮ জায়গায় এদিন তল্লাশি চালায়। দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস সর্বত্রই এদিন তল্লাশি অভিযান চালানো হয়। এমনকি আয়কর বিভাগ তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিয়েছে।

Latest article