চলছিল নাকা তল্লাশি (Naka checking)। হঠাৎ গাড়ির ভিতর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় নাকা চেকিংয়ে একটি গাড়ি থেকে নগদ ৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম (এসএসটি) মঙ্গলবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়। গাড়িটি চালাচ্ছিলেন ওয়াসিম মালিক নামে এক যুবক। বয়স ২৪। লোহার ছাঁটের ডিলার তিনি। পুলিশের তরফে খবর, ওই যুবক সঙ্গম বিহারের বাসিন্দা।
আরও পড়ুন-ট্যাংরায় হেলে গেল বহুতল
আটক করে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাঁর গাড়িতে ওই নগদ টাকা কোথা থেকে এল এই সংক্রান্ত কোন সঠিক উত্তর দিতে পারেননি ওই যুবক। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ওই যুবকের কাছে এত টাকা এল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ভোটগণনা ৮ ফেব্রুয়ারি। ভোটের বাজারে আপাতত সরগরম রাজধানী। তার আগে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। ভোটের আবহে দিল্লির বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাড়ছে পুলিশের প্রহরা। কিছুদিন আগেই শহরের বিভিন্ন জায়গা থেকে মোট ২১ কোটি টাকার নগদ এবং মাদক উদ্ধার হয়েছে। এরপর দক্ষিণ দিল্লিতে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লক্ষ টাকা।