নাবালিকা যৌন নির্যাতনে যাবজ্জীবন

সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী এবং মাধবী ঘোষ এই মর্মে জানিয়েছেন, ২০১৬ সালে নেতাজিনগর থানা এলাকায় যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে।

Must read

আলিপুরের বিশেষ পকসো (POCSO) আদালতের বিচারক রিম্পা রায় নাবালিকাকে (minor) যৌন নির্যাতনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। বুধবার সাজাপ্রাপ্ত সুদীপ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে তিনি এই সাজা শোনান। যাবজ্জীবন কারাবাস ছাড়াও অভিযুক্তের এক লক্ষ টাকা জরিমানা করেছে আলিপুরের বিশেষ পকসো আদালত। নির্যাতিতাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছেন বিচারক।

আরও পড়ুন-ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচ চলাকালীন বেটিং করতে গিয়ে পোস্তায় পুলিশের জালে দুই

সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী এবং মাধবী ঘোষ এই মর্মে জানিয়েছেন, ২০১৬ সালে নেতাজিনগর থানা এলাকায় যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে। নাবালিকার মা অভিযুক্তের বৃদ্ধ ও অসুস্থ বাবার ২৪ ঘণ্টা দেখাশোনা করতেন। পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মী অভিযুক্ত কর্মসূত্রে বাঁকুড়ায় থাকত। বাবাকে মাঝেমধ্যে দেখতে বাড়ি আসত। স্কুলপড়ুয়া ওই নাবালিকা ছুটি থাকলে মাঝে মধ্যেই তার মায়ের কাছে এসে থাকত। নির্যাতিতার পরিবারের অভিযোগ, সুদীপ বাড়ি এসে বিভিন্ন অজুহাতে ওই নাবালিকার উপরে যৌন নির্যাতন করত। ২০১৬ সালের অক্টোবরে সুদীপের বাবা মারা যান।

আরও পড়ুন-যৌনতায় সম্মতির অর্থ আপত্তিকর ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট নয়: দিল্লি হাইকোর্ট

নাবালিকার বাবা মেয়ের উপরে নিয়মিত যৌন নির্যাতন এর কথা জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুদীপকে। তাকে জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চলেছে। মোট আট জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।

Latest article