বাগুইআটিতে হেলে পড়েছে বাম আমলে নির্মিত জোড়া ফ্ল্যাটবাড়ি

ট্যাংরার পরে এবার বাগুইআটিতে (Baguiati) জগৎপুরে দু’টি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে। বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি হেলে পড়েছে।

Must read

ট্যাংরার পরে এবার বাগুইআটিতে (Baguiati) জগৎপুরে দু’টি ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে। বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি হেলে পড়েছে। দ্বিতীয়টি ৩ নম্বর ওয়ার্ডে। বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়িটি দেখে বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ করেন। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই ঘটনায় জানিয়েছেন, ওই দু’টি বহুতলই বাম আমলে নির্মাণ। তবে এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন-পুষ্পক এক্সপ্রেস থেকে ঝাঁপের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

বৃহস্পতিবার সকালে বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজিপল্লিতে একটি ফ্ল্যাটবাড়ি হেলে থাকা নজরে আসে স্থানীয়দের। পুকুর বুজিয়ে ওই ফ্ল্যাটবাড়িটি তৈরি করা হয়েছিল বলে সূত্রের খবর। সেটি পাশের ফ্ল্যাটবাড়িরটির গায়ে হেলে পড়ছে। বাসিন্দারা আতঙ্ক রয়েছেন কারণ যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ফ্ল্যাটবাড়ি। আগের কাউন্সিলরের আমলে নিয়ম মেনে নির্মাণ কাজ হয়নি এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আরও পড়ুন-নাবালিকা যৌন নির্যাতনে যাবজ্জীবন

বিধানননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও বাম সরকারের দিকে আঙুল তুলেছেন। তিনি জানিয়েছেন, ”এই বাড়িগুলি যখন তৈরি হয়েছিল, তখন এলাকাটি বিধানননগর পুরসভায় সংযুক্ত হয়নি। বাড়িগুলি ২০০৩-০৪ সালে তৈরী হয়েছে। সেই সময় বাম জমানা। তবে যেহেতু এখন আমরা ক্ষমতায় রয়েছি, আমাদের যা যা করণীয়, সব করা হবে নিয়ম মেনেই। আমাদের কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দেখছেন।’’

Latest article