প্রতিবেদন : একজন মানুষ চলে গেলেও তাঁর ভাবনা-চিন্তা এবং আদর্শ চিরকাল থেকে যায়৷ যা হাজার হাজার মানুষের জীবনকে উদ্বুদ্ধ করে৷ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) আমার কাছে তেমনই একজন বীর সন্তান৷ আমার জীবনে, বিশেষ করে আমার রাজনৈতিক পথ চলায় নেতাজির পথ অনুসরণ করে থাকি আমি৷ দেশমাতৃকার জন্য তাঁর অসম্ভব আবেগ ও ভালবাসা আমাকে অনুপ্রেরণা জোগায়৷ এভাবেই বৃহস্পতিবার সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, যখনই কোনও অনিশ্চয়তার মুহূর্ত তৈরি হয়, তখনই আমি তাঁর পথেই হাঁটার চেষ্টা করি৷ তিনি সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে কখনও দ্বিধাবোধ করেননি৷ দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন৷ আমার সশ্রদ্ধ প্রণাম রইল তাঁর জন্মতিথিতে৷