প্রতিবেদন : আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) প্রশ্নফাঁস রুখতে বাড়তি সতর্কতা নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সিল করা প্রশ্নপত্র সরাসরি চলে যাবে পরীক্ষার ঘরগুলিতে, এমনই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এর আগে মাধ্যমিক নিয়ে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই পথেই হাঁটল সংসদও। উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে আরও সতর্ক হল তাঁরা। পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষাকেন্দ্রে সরাসরি পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে এবার। এতদিন প্রশ্নপত্রের প্যাকেট প্রধান শিক্ষকের ঘরে খোলার পর তা ঘরে ঘরে বিতরণ করা হত। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরাই তা বিতরণ করতেন। প্রশ্নপত্র খোলা হত পরীক্ষা শুরুর ঠিক আধঘণ্টা আগে। ফলে, পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের ছবি বেরিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই সম্ভাবনা রুখতেই এবার ওই নিয়মে বদল আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নিতে চলেছে সংসদ। এতে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।