বইমেলার আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর

সল্টলেকের (Saltlake) বইমেলা প্রাঙ্গনে বইমেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বইমেলা উপলক্ষে গ্রিন লাইনে এবার স্পেশ্যাল মেট্রো চলবে।

Must read

২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা বইমেলা (Kolkata Bookfair)। সল্টলেকের (Saltlake) বইমেলা প্রাঙ্গনে বইমেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই বইমেলা উপলক্ষে গ্রিন লাইনে এবার স্পেশ্যাল মেট্রো চলবে। রবিবারও মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে শনিবার বিবৃতি জারি করে জানানো হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে পাওয়া যাবে। উল্টোদিক থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ৭.০৫ মিনিটে। শিয়ালদহ থেকে রাতে শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে ছাড়বে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে পাওয়া যাবে।

আরও পড়ুন-হে রুদ্র

বইমেলা চলাকালীন দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯.১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। প্রতিবছর এই বইমেলা ঘিরে মানুষের থাকে অদম্য উৎসাহ। ভিড় হয় দেখার মত। বইমেলার সবথেকে কাছের স্টেশন করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। এই দু’টি স্টেশনে এই সময় অতিরিক্ত যাত্রীদের ভিড় সামলাতে পুলিশের ও মেট্রোর তরফে থাকছে বিশেষ ব্যবস্থা।

Latest article