সকালে ঘুম থেকে উঠেই ১৫ বছরের ছেলেকে সঙ্গে করে এক ব্যক্তি ছুটে যান মন্দিরে (Temple)। নির্দ্বিধায় সেখানে পৌঁছে নিজের যৌনাঙ্গ কেটে শিবকে অর্পণ করলেন। স্বাভাবিকভাবেই এরকম এক ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে আলোড়ন পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল মন্দিরে সেই সময় ছিল প্রচুর মানুষের ভিড়। সবাই হর হর শম্ভু বলে সরব হন। উত্তর প্রদেশের সীতাপুরে বিহারী লাল (৫০) নামের এক ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে নিজের ছেলের হাতে ওই কাটা অংশ দিয়ে মন্দিরে অর্পণ করতে বলেন। বাবার কথা মতো জাগেশ্বর মহাদেব মন্দিরে কাটা পুরুষাঙ্গ দিয়ে আসে ছেলে।
আরও পড়ুন-তারাতলা থানার ‘উৎসর্গ’, পাশে নগরপাল, ফিরহাদ হাকিম
পরিবারের সদস্যরা ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি জানান, হাসপাতাল নয় মন্দিরে যেতে চাইছেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা লক্ষ্য করেন ওই ব্যক্তির গোপনাঙ্গ কাটা। যদিও জানা গিয়েছে, ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নয়। তিনি বহু রকম অন্ধবিশ্বাসে বিশ্বাসী। কোনও কুসংস্কারে বিশ্বাস করেই তিনি নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন বলেই মনে করা হচ্ছে পরিবারের তরফে। এই মুহূর্তে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। তবে আশ্চর্যের বিষয় হল মন্দিরে থাকা ভক্তরা তাকে না থামিয়ে বা চিকিৎসার ব্যবস্থা না করে হর হর শম্ভু বলে উঠলেন কিভাবে।