কাউকে রেয়াত কড়া হবে না, আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানের

Must read

অমৃতসরে আম্বেদকরের মূর্তি (Ambedkar’s statue) ভাঙার ঘটনার তীব্র নিন্দা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

৭৬তম সাধারণতন্ত্র দিবসের দিনই ন্যক্কারজনক ঘটনা ঘটে পাঞ্জাবে। প্রকাশ্যে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তি ভাঙার চেষ্টা কড়া হল। মূর্তি ভাঙতে মই বেয়ে ওপরে ওঠেন এক যুবক। তারপর হাতুড়ি মূর্তি ভাঙতে থাকেন। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা ডিজিটাল। তবে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেফতার কড়া হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- শীঘ্রই চালু হচ্ছে বেহালায় রাজ্য সরকারের ড্রাইভিং ট্রেনিং সেন্টার

এই ঘটনার নিন্দা করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “অমৃতসরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি (Ambedkar’s statue) ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের কাউকেই ক্ষমা করা হবে না। এই ঘটনার সঙ্গে যুক্ত যারা তারা কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে। পাঞ্জাবের ভ্রাতৃত্ব ও ঐক্য ভাঙতে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনকে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

Latest article