শান্তনু বেরা, কাঁথি : শুধু আইনশৃঙ্খলাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় পুলিশ (Police) সামাজিক নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। তেমনই এক গঠনমূলক উদ্যোগ শুরু করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মফস্সল ও গ্রামীণ এলাকায় প্রতিভাধর ফুটবলাররা ঠিক সময়ে সুযোগ, পরিচর্যা ও সহযোগিতার অভাবে বিকশিত হতে পারে না। তাই মফস্সল ও গ্রামগুলোতে ফুটবলের (Football) জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি, প্রতিভাধর ফুটবলার খুঁজে, তাদের প্রতিভাকে আরও বড় মঞ্চে মেলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ফুটবল (Football) টুর্নামেন্ট হবে। কাঁথি ও এগরা মহকুমাতে গ্রামীণ এলাকা বেশি থাকায় প্রথমে এই দুই মহকুমা জুড়ে শুরু হচ্ছে ‘কন্টাই প্রিমিয়ার লিগ’ (কেপিএল)।
আরও পড়ুন-West Bengal Police: রাজ্য পুলিশের বিশাল সাফল্য
৪ ডিসেম্বর থেকে নাম অন্তর্ভুক্তির জন্য রেজিস্ট্রেশন চালু হবে। কাঁথি এগরা-সহ স্থানীয় থানাগুলোতে টিমের নাম লেখানো যাবে। এ-ছাড়াও এই দুই মহকুমার প্রতিটি গ্রামে পুলিশের প্রচার শিবিরেও নাম লেখানো যাবে। যে কোনও দল অংশ নিতে পারে। বয়সের সীমাবদ্ধতা নেই। তবে দুই মহকুমার বাসিন্দারাই কেবল অংশ নিতে পারবে। প্রথম পর্বে ২৪ ডিসেম্বর থেকে থানাস্তরে খেলা চালু হবে। তারপর কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে ৩২টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ১২ জানুয়ারি থেকে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি-সহ ৮ লক্ষ টাকা, রানার্স দল ট্রফি-সহ ৫০ হাজার টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাবে মোটরসাইকেল। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। চূড়ান্ত পর্বের ৩২টি দলের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে শুক্রবার রাতে কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে এই ফুটবল টুর্নামেন্টের কথা ঘোষণা করেন। সেখানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানস সিংলা, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, সার্কেল ইনস্পেক্টর অমলেন্দু বিশ্বাস প্রমুখ।