প্রতিবেদন : রাজ্য বিধানসভার শিক্ষা ও জনশিক্ষা প্রসার দফতরের স্ট্যান্ডিং কমিটি বুধবার হুগলি জেলার স্কুল লাইব্রেরি এবং কারিগরি কলেজগুলি পরিদর্শন করেন।
সকালে হুগলি জেলার ঐতিহ্যবাহী জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এই টিম। নেতৃত্ব ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক কালীপদ মন্ডল। সঙ্গে ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, অতিরিক্ত জেলাশাসক অমিতেন্দু পাল, জেলা গ্রন্থকারিক ইন্দ্রজিৎ পান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়-সহ জেলা স্কুল পরিদর্শক ও সংশ্লিষ্ট দফতরের কর্তারা।
প্রথমে কর্মচারীদের বিষয়ে জানার পর লাইব্রেরির রিডিংরুমে পর্যাপ্ত টেবিল-চেয়ার ও অন্যান্য আরও সুযোগ-সুবিধা দেওয়ার আবেদন জানান।
আরও পড়ুন-সুন্দরবন বাঁচাতে রাজ্যের প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাঙ্ক
সুগন্ধা হাইস্কুলও পরিদর্শন করে এই দল। সেখানে একটি প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাও তাঁরা খুঁটিয়ে দেখেন। স্কুলের পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এরপর সার্কিট হাউসে জেলার সমস্ত অধিকর্তাদের নিয়ে বৈঠকে বসে স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে সরকারি স্কুলে ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে কিনা সেই বিষয়ে নজর দিতে বলেন। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রস্তাব দেন বেশ কিছু বাংলা মিডিয়াম স্কুলকে ইংলিশ মিডিয়াম স্কুল করতে হবে। পরীক্ষামূলকভাবে জেলায় দু-একটি করা হয়েছে তাতে সাফল্য পাওয়া গিয়েছে।। এই বিষয়টি ভেবে দেখার জন্য এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্ট্যান্ডিং কমিটিকে প্রস্তাব দেওয়া হয়। জনশিক্ষা দফতরের অধীন বিশেষ চাহিদাসম্পন্ন এবং দৃষ্টিহীনদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী দেওয়ার কথা বলা হয়। জেলার এই সকল স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। বেশ কিছু স্কুলে অতিরিক্ত ক্লাসরুম এবং স্কুল বিল্ডিং মেরামতির প্রসঙ্গ উঠে আসে।