নিষিদ্ধ ১৭ ওষুধ

Must read

প্রতিবেদন : এবার ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরিস প্রাইভেট লিমিটেডের ১৭টি ওষুধ নিষিদ্ধ (banned drugs) ঘোষণা স্বাস্থ্য দফতরের। রাজ্যের প্রতিটি হাসপাতাল সুপার এবং প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, হাসপাতালে স্টক থাকলেও এই তালিকাভুক্ত ওষুধ ব্যবহার না করে বাইরের ওষুধ কিনে চালাতে হবে। ওষুধগুলি হল— ১. অ্যামোক্সিসিলিন ক্যাপ আই.পি ৫০০ মিলি, ২. সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন আই.পি. ২ মিলিগ্রাম, ৩. ডেক্সট্রোজ ইনজেকশন আই.পি. ২৫% ১০০ মিলি, ৪. ডেক্সট্রোজ সলিউশন ইনজেকশন আই.পি. ৫%, ৫. মেট্রোনিডাজল ইনজেকশন আই.পি. ৫ মিলিগ্রাম/মিলি- ১০০ মিলি, ৬. সোডিয়াম ক্লোরাইড এবং ডেক্সট্রোজ ইনজেকশন আই.পি., ৭. সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন (৩%), ৮. সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আই.পি. ০.৯% ১০০ মিলি এফএফএস, ৯. সেফেপাইম ইনজেকশন ১ গ্রাম/শিশি, ১০. অ্যাম্পিসিলিন সোডিয়াম ইনজেকশন আই.পি. ৫০০ মিলিগ্রাম / শিশি, ১১. ডেক্সট্রোজ ইনজেকশন ১০% হাইপারটোনিক, ১২. লেভোফ্লোক্সাসিন ইনজেকশন ৫ মিলিগ্রাম/মিলি- ১০০ মিলি, ১৩. ম্যানিটল ইনজেকশন আই.পি. ২০% -১০০ মিলি, ১৪. অফলক্সাসিন ইনজেকশন ২০০ মিলিগ্রাম/১০০ মিলি, ১৫. পেডিয়াট্রিক রক্ষণাবেক্ষণ ইলেক্ট্রোলাইট সলিউশন, ১৬. প্যারাসিটামল ইনজেকশন ১০০০ মিলিগ্রাম/১০০ মিলি, ১৭. সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯%।

আরও পড়ুন-আজ বাজেট, স্পষ্ট কথা দলের: দেশ ডুবছে, ভোটের জন্য বড় বড় কথা বঞ্চিত সেই বাংলাই

Latest article