প্রতিবেদন : কেন্দ্রীয় বাজেটে ফের একবার বঞ্চিত হল বাংলা। শনিবার বাজেট প্রতিক্রিয়ায় এমনই অভিযোগ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের তরফে প্রাক্তন অর্থমন্ত্রী ও রাজ্যের মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আরও পড়ুন-জনবিরোধী, গরিববিরোধী দিশাহীন, বলল তৃণমূল
কুণাল বলেন, এই বাজেটে বাংলার জন্য কিছু নেই। দিল্লি ইলেকশনকে সামনে রেখে ললিপপ দেখানো হল। মহাকুম্ভ কেলেঙ্কারিকে ঢাকতে আয়কর ছাড়ের জাগলারি করা হল। যার কোনও সুফল পাবে না আমজনতা। বিহারে সামনে নির্বাচন, তাই সেখানকার মানুষকে বিভ্রান্ত করতে অনেক কথা বলা হল। কিন্তু বাংলা কী পেল? বাংলার একশো দিনের কাজ, বাংলার আবাস যোজনা, বাংলার বিভিন্ন প্রকল্প, ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি বাংলার যে বকেয়া তা নিয়ে কোনও কথা নেই। উল্টে বাংলা থেকে গত চার বছরে ট্যাক্স বাবদ আপনারা ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকারও বেশি তুলে নিয়ে গিয়েছেন। কিন্তু বাংলার অধিকার, ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি যে বকেয়া তা আপনারা দিচ্ছেন না, একশো দিনের কাজ করিয়ে টাকা দেননি, আবাস যোজনার টাকা দেননি। এখন যে বাড়ির কাজ চলছে, তা বাংলার বাড়ি প্রকল্প। যার একশো শতাংশ টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। সবমিলিয়ে বাংলার প্রতি এই যে বঞ্চনা, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে রাজ্যের মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র কেন্দ্রীয় বাজেটে খাদ্যে ভরতুকি কমানো এবং যুব, মহিলা এবং কৃষকদের প্রতি বঞ্চনার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাদ্য ভরতুকি ১ শতাংশ কমানো। উল্লেখযোগ্য বিষয় হল, যুব, মহিলা এবং কৃষকদের জন্য এই বাজেটে কিছুই নেই। রাজ্যের অর্থ উপদেষ্টার ভাষায়, এই বাজেটে কোনও দিশা নেই।