সংবাদদাতা, মালদহ : মালদহের (Malda) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের (Sabitri Mitra) গাড়িতে হামলার অভিযোগ। শনিবার মানিকচক (Manikchowk) থেকে ফেরার পর চন্ডিপুর এলাকায় তাঁর গাড়িতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে চালকের তৎপরতায় তা রক্ষা করা যায়।
আরও পড়ুন-জমে উঠেছে বইমেলা
কিন্তু এরপর মিল্কি এলাকায় ওই একই গাড়ি ফের সাবিত্রী মিত্রের গাড়িতে মুখোমুখি ধাক্কা লাগানোর চেষ্টা করে। কোনওক্রমে রক্ষা পান তিনি। এরপর পুলিশ স্কট করে বিধায়ক সাবিত্রী মিত্রকে ইংরেজবাজার শহরে তাঁর বাড়িতে পৌঁছে দেন। কিন্তু কেন এই ঘটনা তা দিয়ে তদন্ত নেমেছে মালদহ জেলা পুলিশ।