সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, কলকাতা থেকে দেরিতে ছাড়ল ১০ বিমান

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১০টি বিমান দেরিতে ছেড়েছে। কলকাতা বিমানবন্দরে ৬টি রানওয়ে আপাতত কুয়াশাচ্ছন্ন।

Must read

সরস্বতী পুজোয় (Saraswati Puja) বেলা বাড়লেও চলছে ঘন কুয়াশার দাপট। আজও কলকাতার (Kolkata) তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ঘন কুয়াশার দাপটে বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারে, কোথাও এক ধাক্কায় ৫০ মিটারে নেমে গিয়েছে। এর ফলে সমস্যা শুরু হয়েছে যান চলাচলে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বিমান চলাচলের ক্ষেত্রেও বেশ সমস্যা দেখা দিয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় সকালে একটি বিমান দেরিতে ছেড়েছে। সকাল আটটার মধ্যে আরও একটি বিমানের অবতরণে অতিরিক্ত সময় লেগেছে।

আরও পড়ুন-বাংলা সাহিত্যে হাস্যরস

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১০টি বিমান দেরিতে ছেড়েছে। কলকাতা বিমানবন্দরে ৬টি রানওয়ে আপাতত কুয়াশাচ্ছন্ন। প্রথম রানওয়েটি সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। অন্যদিকে খারাপ অবস্থা ঢাকা বিমানবন্দরেরও। সেখানেও রানওয়েগুলি কুয়াশা আবৃত হয়ে পড়েছে। বিমান ওঠা নামার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আরব থেকে আসা বিমানকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শারজা থেকে আসা আরবিয়া জি৯ ৫১৫৮ অবতরণ করতে গিয়ে কুয়াশায় বাধা পায়। ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মাধ্যমে কলকাতায় যোগাযোগ করা হয়। তারপর এখানে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন।

Latest article