কুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত নেপালের পাঁচ বাসিন্দা

মুজফ্‌ফরপুরের ডিএসপি এই মর্মে জানান, দুর্ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিন জন মহিলা। চার জনের আশঙ্কাজনক।

Must read

কুম্ভমেলা (Kumbha) থেকে ফেরার পথে পুণ্যার্থীবোঝাই (Devotee) একটি গাড়ি বিহারে দুর্ঘটনার কবলে পড়ল। শনিবার হাইওয়েতে উল্টে যায় সেটি এবং এদিনের দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাঁরা সকলেই নেপালের (Nepal) মহোত্তারি জেলার বাসিন্দা। শনিবার বিহারের মুজফ্‌ফরপুরে প্রয়াগরাজ থেকে পুণ্যার্থীদের নিয়ে ফিরছিল একটি গাড়ি। হাইওয়ে ধরে বেশ দ্রুতগতিতে চলছিল বলেই নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের নিয়ে গাড়িটি হঠাৎ উল্টে যায়। খুব দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়েরা। তাঁরাই গাড়ির জানলা ভেঙে আহতদের বার করে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ।

আরও পড়ুন-যোগীরাজ্যে গণধর্ষণের পর শ্যালিকাকে শ্বাসরোধ করে খুন, জ্বালানো হল দেহ

মুজফ্‌ফরপুরের ডিএসপি এই মর্মে জানান, দুর্ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিন জন মহিলা। চার জনের আশঙ্কাজনক। আহতদের অবস্থার অবনতি হওয়ায় পটনার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রথমিকভাবে পুলিশ সূত্রে খবর, চালক হাইওয়েতে দ্রুতগতিতে এসইউভি চালাচ্ছিলেন। সামনে একটি বাইক চলে আসে। বাইকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

Latest article