প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

পেশায় আইনজীবী নাসিরুদ্দিন রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৬ সালের ভোটে পরাজিত হয়েছিলেন

Must read

প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল (Trinamool) বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (Nasiruddin Ahmed)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপরেই নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ককে দ্রুত পলাশি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয় নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পেশায় আইনজীবী নাসিরুদ্দিন রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৬ সালের ভোটে পরাজিত হয়েছিলেন তবে ২০২১ সালে ফের কালীগঞ্জ বিধায়নসভা থেকে ফের জয়ী হন নাসিরুদ্দিন। রাজ‍্য রাজনীতির ময়দানে লাল নামে পরিচিত ছিলেন তিনি। পরিবারে আছেন তাঁর এক পুত্র ও দুই কন্যা। এদিন বিকেলে ঠিক ছিলেন নাসিরুদ্দিন। শরীর খারাপের কোন আভাস ছিল না। হঠাৎই অসুস্থতা অনুভব করেন। এরপর হাসপাতালে নিয়ে যেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক।

আরও পড়ুন-কুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত নেপালের পাঁচ বাসিন্দা

নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”আমার সহকর্মী নাসিরুদ্দিন আহমেদ (লাল), কালীগঞ্জ, নদিয়ার বিধায়কের আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন প্রবীণ জনকর্মী ও রাজনৈতিক প্রতিনিধি ছিলেন। তিনি ছিলেন আমাদের দলের বিশ্বস্ত সম্পদ। পেশায় তিনি একজন আইনজীবী এবং একজন খুব ভালো সমাজকর্মী ছিলেন এবং তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।”

 

Latest article