প্রতিবেদন : আবার বিশ্ব চ্যাম্পিয়ন (Women’s U-19 T20 World Cup) ভারত। এবার ভারতের মেয়েরা। অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ (Women’s U-19 T20 World Cup) চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে কাপ জিতল নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারতীয় দল। উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তোমরা দেশকে গর্বিত করেছ। দেশবাসীর শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এদিন বোলারদের দাপটে ২০ ওভারে মাত্র ৮২ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পাল্টা ব্যাট করতে নেমে, ১১.২ ওভারে ১ উইকেটে ৮৪ রান তুলে ৫২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত। ভারতীয় বোলারদের মধ্যে ১৫ রানে ৩ উইকেট নেন তৃষা। ৬ রানে ২ উইকেট পারুনিকা সিসোদিয়ার। ৯ রানে ২ উইকেট পান আয়ুষী শুক্লা। ২৩ রানে ২ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। রান তাড়া করতে নেমে, জি কমলিনী মাত্র ৮ রানে আউট হলেও, তৃষা (৪৪) এবং সানিকা চালকে (অপরাজিত ২৬) দলকে জয় এনে দেন। ৩০৯ রান ও ৭ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তৃষা।
আরও পড়ুন- অভিষেকের দাপটে ধরাশায়ী ইংল্যান্ড