এবার মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে সরস্বতী বন্দনার গান

Must read

প্রতিবেদন : বিদ্যায় আলোকিত হয় জীবন। আর সেই বিদ্যার দেবী সরস্বতীর পুজোর দিন শিক্ষার অঙ্গনে এসে দাঁড়ানো যুব সম্প্রদায়কে নিজের লেখা ও সুরে গানের মাধ্যমে উজ্জীবিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সমস্ত বাধা কাটিয়ে বিদ্যার আলোতে আলোকিত হয়ে এগিয়ে যাওয়ার বার্তা প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর গানে। রাজ্যের প্রতিটি উৎসবে ও অনুষ্ঠানে গানের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। দুর্গাপুজো থেকে নতুন বর্ষ— সব উৎসবেই তাঁর গানে মুখরিত হয় রাজ্য। বসন্ত পঞ্চমীর বাণী বন্দনাও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রী লিখলেন, সুর করলেন, গাইলেন শিল্পী-বিধায়ক অদিতি মুন্সি। সরস্বতী আরাধনা মুখরিত হল সেই গানে— আজ বসন্ত পঞ্চমীতে/ যৌবন এসো নতুন স্রোতে/ ভেঙে ফেলো বাধাবিঘ্ন/ হতাশাকে করো ছিন্ন। বসন্ত পঞ্চমীতে এই হল মুখ্যমন্ত্রীর দেবী সরস্বতীর আরাধনা। গানের মাধ্যমে সত্যকে সঙ্গে রেখে বিশ্ব জয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গানটি বসন্ত পঞ্চমীতে নিজের সোশ্যাল মিডিয়া প্রকাশ করে আপামর বাঙালির সঙ্গে সরস্বতী পুজোর পুণ্যলগ্নটি ভাগ করে নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ১.৭ কোটি শিবির, ৭৭ লক্ষ আবেদন, ৫০%-এর সমাধান, সফল দুয়ারে সরকার, প্রশাসন ও রাজ্যবাসীকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

Latest article