দশজনে খেলেও দুরন্ত জয় ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ২ স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ১ (নরহরি-পেনাল্টি, গিরিক) (বিক্রম)

Must read

প্রতিবেদন: আই লিগের দ্বিতীয় ডিভিশনে শুরুতেই টানা দুই ম্যাচে জয় ডায়মন্ড হারবার এফসি-র (DHFC vs Clube de Goa)। প্রথম ম্যাচে ট্রাউ এফসি-কে হারানোর পর রবিবার স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে দশজনে খেলেও দাপুটে জয় নরহরি শ্রেষ্ঠাদের। নৈহাটি স্টেডিয়ামে এদিন কার্যত বাংলা-গোয়ার দ্বৈরথ ছিল। মোহিত মিত্তলের লাল কার্ডে ম্যাচের শেষ ৪০ মিনিট দশজনে খেলেও গোয়ার দলটির বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার। নরহরি ছাড়াও শেষ মুহূর্তে গিরিক খোসলার অসাধারণ গোলে জয় নিশ্চিত করে কিবু ভিকুনার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আই লিগ টু-এ আপাতত শীর্ষে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
নরহরিকে এক স্ট্রাইকারে রেখে উইং নির্ভর আক্রমণাত্মক ফুটবলের রণনীতি নিয়েছিলেন কোচ কিবু। জবি জাস্টিন, গিরিক, পিন্টু মাহাতোরা একের পর এক আক্রমণ তুলে আনছিলেন স্পোর্টিং রক্ষণে। পাল্টা নিজেদের রক্ষণ জমাট রেখেছিলেন রবিলাল মাণ্ডিরা।
৩৫ মিনিটে স্পোর্টিং বক্সে জবিকে ফাউল করা হলে রেফারি ডায়মন্ড হারবারের (DHFC vs Clube de Goa) অনুকূলে পেনাল্টির নির্দেশ দেন। গোল করতে কোনও ভুল করেননি নরহরি। সন্তোষ ট্রফি হোক বা ক্লাবের জার্সিতে, নরহরি গোল করেই চলেছেন। মাঝমাঠের দখল নিয়ে প্রথমার্ধের বাকি সময়টা কিবুর ছেলেরাই দাপট দেখায়। দ্বিতীয়ার্ধে সমস্যায় পড়ে ডায়মন্ড হারবার। ৫৫ মিনিটে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডায়মন্ডের মোহিত। ম্যাচের বাকি সময়টা দশজনে খেলেও স্পোর্টিংকে কোনও সুযোগ দেয়নি ডায়মন্ড হারবারের রক্ষণ।

আরও পড়ুন-বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা! গর্বিত করলে তোমরা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

৬১ মিনিটে নরহরিকে তুলে সুপ্রদীপ হাজরাকে নামিয়ে মাঝমাঠ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেন ডায়মন্ড হারবার কোচ। একজন কম নিয়েও গোলের সুযোগ তৈরি করে কিবুর দল। ৮৭ মিনিটে দুরন্ত একটি মুভমেন্ট থেকে ব্যবধান বাড়ায় ডায়মন্ড হারবার। পরিবর্ত দিলীপ ওরাওঁয়ের অসাধারণ ক্রস থেকে গোল করেন গিরিক। এরপর সংযুক্ত সময়ে স্পোর্টিং একটি গোল শোধ করলেও ডায়মন্ড হারবারের জয় আটকায়নি। রক্ষণে দুরন্ত খেলে ম্যাচের সেরা হন রবিলাল।
সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘লাল কার্ড দেখার আগে পর্যন্ত আমরাই ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছি। মোহিতের ওটা হলুদ কার্ড হয়। তবে দশজনেও ছেলেরা দারুণ লড়াই করে জয় তুলে এনেছে। পরের ম্যাচগুলোর জন্য আরও আত্মবিশ্বাস বাড়াবে এই জয়।’’

Latest article