আচমকাই অসুস্থ গায়ক সোনু নিগম (Sonu Nigam)। পুনের এক অনুষ্ঠানে গান গাইছিলেন গায়ক। নীল স্যুট সাদা শার্ট, চোখে চশমা পরে নিজের একের পর এক জনপ্রিয় গানগুলি শোনাচ্ছিলেন। এমন সময় হঠাৎই শুরু হয় পিঠে ব্যাথা। পারছেন না সোজা হয়ে দাঁড়াতে। ব্যাথায় ছটফট করছেন।
আরও পড়ুন- বান্দ্রা স্টেশনে মহিলাকে ধর্ষণ! বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে
সোনু (Sonu Nigam) সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘অসহনীয়, যন্ত্রণা। আমার মনে হচ্ছিল যেন একটা সূঁচ আমার মেরুদণ্ডে বিঁধছে। আমি একটু নড়াচড়া করতাম এবং একটু নড়াচড়া করলে সূঁচটি আমার মেরুদণ্ডে বিঁধছিল। এরকমই ছিল। সত্যিই খারাপ। যদিও দেবী সরস্বতীর কৃপায় আমি দিনটা উতরে যেতে পেরেছি।’ জানা গিয়েছে, শোয়ের আগেই পিঠে যন্ত্রণা অনুভব করেছিলেন সোনু। তবে পাত্তা দেননি তিনি। সেই ব্যথা নিয়েই শো করেছেন। তবে শেষরক্ষা আর হল না। তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন।
এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে সোনুর এমন পেশাদারিত্ব দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা।