সরকারি স্কুলের শৌচাগারে আট বছরের নাবালিকাকে যৌন হেনস্থা

২জন পড়ুয়ার মধ্যে একজন নিগৃহীতার ক্লাসে পড়ে, অন্যজন উঁচু ক্লাসের পড়ুয়া। অত্যাচারের পরে মুখ না খোলার জন্য হুমকি দেওয়া হয়েছিল।

Must read

কর্নাটকের (Karnataka) মান্ড্যতে স্কুলের শৌচাগারে আট বছরের নাবালিকাকে (Minor) যৌন হেনস্থার অভিযোগ উঠল। নিগৃহীতা মান্ড্যর একটি সরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সূত্রের খবর, ওই স্কুলের ২ পড়ুয়া নাবালিকাকে এদিন শৌচাগারে নিয়ে যায়। সেখানে তাঁকে জামাকাপড় খোলার জন্য হুমকি দেওয়া হয়। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বালিকাকে। নিগৃহীতার মা জানিয়েছেন তাঁর মেয়ের যৌনাঙ্গেও আঘাত করা হয়। ২জন পড়ুয়ার মধ্যে একজন নিগৃহীতার ক্লাসে পড়ে, অন্যজন উঁচু ক্লাসের পড়ুয়া। অত্যাচারের পরে মুখ না খোলার জন্য হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-গান গাইতে গাইতে আচমকাই ব্যাথা! শয্যাশায়ী সোনু নিগম

ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেই নাবালিকার মা মেয়ে জিজ্ঞেস করায় সে বাড়িতে জানায়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তারা। নিগৃহীতার বয়ানের ভিত্তিতে পকসো (Pocso) আইনে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। মান্ড্যর এসপি জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই নাবালিকার শারীরিক পরীক্ষায় যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিযুক্ত দুই জন পড়ুয়ার বয়ানও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-পূর্ব পরিকল্পিত! যোগীরাজ্যে যৌন সঙ্গমের সময় সঙ্গীর গলা টিপে খুন মহিলার

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এই রাজ্যে এমন ঘটনা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ তুলে এই ধরনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সরব হয়েছেন বিরোধীরাই।

Latest article