প্রতিবেদন : বাজেটের পর থেকেই শেয়ার বাজারে অব্যাহত ধস। টাকার দামেও পতন অব্যাহত রয়েছে। শনিবার বাজেট পেশের পর চলতি সপ্তাহের শুরুর দিনই এক ধাক্কায় টাকার দাম নামল অনেকটা। এই প্রথম মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা ৮৭ টাকা পার করল। কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই রেকর্ড দাম পড়ল ভারতীয় মুদ্রার। ৬৭ পয়সা কমল টাকার দাম। সোমবার ডলারের নিরিখে টাকার দর ৮৭.২৯-এ এসে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময়ে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু বেলা বাড়তেই টাকার মূল্য আরও পড়ে ৮৭.২৯-তে পৌঁছে যায়। খারাপ অবস্থা শেয়ার মার্কেটেরও। সোমবার বাজার খুলতেই ৭০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটি-৫০ পড়ে গিয়েছে ৩০০ পয়েন্ট। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি, ধাতুর মতো বিভিন্ন সংস্থার শেয়ারের দর নিম্নমুখী। ফলে আবারও বড়সড় ক্ষতির মুখে লগ্নিকারীরা। এ-জন্য আবার ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-সরকারি স্কুলের শৌচাগারে আট বছরের নাবালিকাকে যৌন হেনস্থা
কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের পণ্যে শুল্ক চেপেছে ১০ শতাংশ। মঙ্গলবার থেকেই তা লাগু হবে।