মণ্ডপ থেকে উধাও হল বাগদেবী, তদন্তে পুলিশ

ঠিক সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ রাতে নাচ-গান চলাকালীন ওই এলাকারই কিছু যুবক মণ্ডপের পাশে বসে মদ্যপান করছিল।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুজোর দিনই মণ্ডপ থেকে উধাও সরস্বতী প্রতিমা! কী করে? কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ির ঘটনা। মাঝাবাড়ি এলাকায় স্থানীয় মহিলা ও বাচ্চাদের প্রয়াসে এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। পুজো-শেষে রাতে ছিল অনুষ্ঠানের আয়োজন।

আরও পড়ুন-বাজেটের পর টাকার দামে রেকর্ড পতন

ঠিক সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ রাতে নাচ-গান চলাকালীন ওই এলাকারই কিছু যুবক মণ্ডপের পাশে বসে মদ্যপান করছিল। এলাকাবাসীরা বাধা দিলে বচসা বাধে। তারা মণ্ডপ ভাঙচুর করে বলে অভিযোগ। কিছুক্ষণ পর দেখা যায় মণ্ডপে প্রতিমা নেই! তখনই মদ্যপ যুবকদের মধ্যেই মূল পান্ডা অমর দাসের বাড়ি যায় স্থানীয়রা, সেখানে গিয়েই চোখ কপালে ওঠে স্থানীয়দের। তারা দেখতে পায় সরস্বতী প্রতিমা ভেঙে ফেলেছে সেই মদ্যপ যুবক, হাত পা ভাঙা পড়ে রয়েছে মাটিতে।

Latest article