বাঘাযতীন-কাণ্ডে লিফটিং সংস্থার কর্ণধার গ্রেফতার

বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় প্রোমোটারের পর এবার গ্রেফতার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার।

Must read

প্রতিবেদন : বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় প্রোমোটারের পর এবার গ্রেফতার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার। কলকাতা পুলিশের একটি দল হরিয়ানায় গিয়ে সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে গ্রেফতার করেছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল আবাসনের একতলা ধসে গিয়ে বাড়িটি একদিকে হেলে পড়ে। পুরসভার অনুমতি না নিয়ে এবং কোনও বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শ ছাড়াই প্রোমোটার হরিয়ানার এক সংস্থাকে দিয়ে বেআইনিভাবে লিফটিং করাতে গিয়েছিলেন ওই বাড়ি। আর তাতেই বিপত্তি!

আরও পড়ুন-কুম্ভ-আলোচনায় ভয়, সংসদে খারিজ প্রস্তাব

মেয়র ফিরহাদ হাকিম সেইসময় বলেছিলেন, যে-ইঞ্জিনিয়ারিং সংস্থা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, তার গাফিলতিতেই এই ঘটনা। অতিরিক্ত পাকামির জন্য দুষেছিলেন বাড়ির প্রোমোটারকেও। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বকখালির একটি হোটেল থেকে অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। চুপিচুপি বাড়ি লিফটিংয়ের জন্য হরিয়ানার যে সংস্থাকে বরাত দিয়েছিলেন ওই প্রোমোটার, সোমবার হরিয়ানায় গিয়ে সেই সংস্থার কর্ণধারকেই ধরল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ঘটনার দিনও প্রোমোটারের সঙ্গে এলাকায় ছিলেন ওই ব্যক্তি। পরে পরিস্থিতি বুঝে পালিয়ে যান।

Latest article